বিনোদন

করোনামুক্ত হয়ে ঘরে ফিরলেন সুজেয় শ্যাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৯ জুন রাজধানীর কলাবাগানের নিজ ঘরে ফিরেছেন ৭৪ বছর বয়সী এই সংগীত পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে লিজা শ্যাম।

Advertisement

লিজা গণমাধ্যমকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা এখন ভালো। তেমন কোনও সমস্যা নেই। ঘরে ফিরলেও বাবাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সঙ্গে আমরা পরিবারের সদস্যরাও সচেতন থাকার চেষ্টা করছি।’

সুজেয় শ্যাম একজন বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গুণী সঙ্গীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা। বাংলাদেশের চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি তিনবার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে সঙ্গীত পরিচালক রাজা হোসেনের সাথে পরিচিত হন এবং একত্রে রাজা-শ্যাম নামে বাংলাদেশী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন।

Advertisement

মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

এমএবি/পিআর