যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষা করে আরও ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে ঘোষিত করোনার পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ (এনএফটি) বিভাগের চেয়ারম্যান ও করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যশোরের ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, নড়াইলের ১৪ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, মাগুরার ৩৬ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের ও বাগেরহাটের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
Advertisement
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ১৮৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
মিলন রহমান/আরএআর/এমএস
Advertisement