ময়মনসিংহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাদিকুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত সোয়া ১১টার দিকে নগরীর এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলপুর উপজেলার বাসিন্দা।
Advertisement
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. একেএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ওই যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার (১৩ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে তা পরীক্ষা করা হবে।
আরএআর/এমএস
Advertisement