প্রতিদিনই সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার একদিনে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
শুক্রবার (১২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জনে দাঁড়াল।
একই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে সুনামগঞ্জ জেলার আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩৩ জন।আর সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২১১৫ জনে।
শুক্রবার রাত পৌনে ১১টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়াদের আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছে। শনাক্তদের বেশিরভাগই সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।
Advertisement
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার এ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়।শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ২১৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। অন্য নমুনাগুলো পরবর্তীতে পরীক্ষা করা হবে।
শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ২ জন, দোয়ারাবাজারে ৩ জন, জগন্নাথপুরে ৫ জন, জামালগঞ্জে ৩ জন ও বিশ্বম্ভরপুরে একজন রয়েছেন।
Advertisement
ছামির মাহমুদ/এমএএস