বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
নতুন করে শনাক্ত ৫১ জনের মধ্যে পুরুষ ৩৩, নারী ১৩ ও শিশু ৫ জন।এদের মধ্যে সদরের ২৯, শিবগঞ্জে ৭, গাবতলীতে ১০, দুপচাচিয়ায় ৪ এবং আদমদীঘির একজন রয়েছেন।সদরের উল্লেখ্যযোগ্য এলাকা- জহুরুলনগর, চেলোপাড়া ও বারোপুর। শজিমেকের ১৮৮ জনের ফলাফলে বগুড়ার ৩৪ জন পজিটিভ ও টিএমএসএসে ৮৬টি ফলাফলে বগুড়ায় ১৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ জন। মৃত্যু ১১ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১০৮৯ জন।
এমএএস/পিআর
Advertisement