জাতীয়

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সজাগ পুলিশ

হিন্দুদের ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সজাগ আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীতে অধিক সতর্ক মহানগর পুলিশ, এলিট ফোস র্যামব ও সাদা পোশাকের সদস্যরা।হিন্দুশাস্ত্র মতে বৃহস্পতিবার শুভ বিজয়া দশমী। একইদিনে দুর্গোৎসবের মহানবমী আনুষ্ঠানিকতা পালন এবং বিজয়া দশমী। বৃহস্পতিবারই প্রতিমা বিদায় নিলেও শুক্রবার আনুষ্ঠানিক বিসর্জন।রাজধানীতে যে কয়টি পূজামণ্ডপ রয়েছে সবগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পুলিশ ও র্যামবের পাশাপাশি রয়েছে, আনসার, আর্ম পুলিশ, কমিউনিটি পুলিশ ও স্থানীয় নিরাপত্তা সদস্যরা।আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মা দুর্গা যেন ফিরে যেতে পারেন সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটি।শুক্রবার সকাল থেকে পুরান ঢাকার ওয়াইজঘাট এবং উত্তরার বিআইডব্লিউটি’ এর ল্যান্ডিং স্টেশনে প্রতিমা বিসর্জন করা হবে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, প্রতিমা বহনকারী প্রত্যেকটি ট্রাকের সামনে পেছনে মোতায়েন থাকবে পুলিশ সদস্য। এছাড়া যেখানে প্রতিমা বিসর্জন দেয়া হবে সেখানেও মোতায়েন থাকবে নৌ পুলিশ।তবে শুক্রবার জুম্মার নামাজের কারণে সড়কে দেড় ঘণ্টা বন্ধ থাকবে প্রতিমা বহনকারী সব ট্রাক। সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জনের কার্যক্রম সম্পন্ন করার অংশ হিসেবে এই নির্দেশাবলি জারি করেছে ডিএমপি।এদিন সকাল সাড়ে ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রাজধানীর সড়কে প্রতিমাবাহী কোন ট্রাক চলবে না।নির্দেশনা অনুযায়ী, দুপুর ২টা থেকে আবারো বিসর্জন কার্যক্রম শুরু করে সন্ধ্যা ৬টার মধ্যে তা শেষ করতে হবে। শুক্রবার মুসলমানদের ধর্মাবলম্বীদের পবিত্র ‘আশুরা’ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে মহররমের দুটি মিছিল হবে সেজন্য প্রতিমা বিসর্জন কার্যক্রম আগেভাগেই শেষ করতে হবে।প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রত্যেকটি মণ্ডপস্থল এর আশপাশ এলাকার বড় বড় ভবনের ছাদে অবস্থান নিয়ে নজরদারি রাখবে পুলিশ।পুলিশের সোয়াট দল (Swat) রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাট এবং উত্তরার বিআইডব্লিউটি’ এর ল্যান্ডিং স্টেশনে মোতায়েন থাকবে।এছাড়া রাজধানী জুড়ে নজরদারি রাখতে সার্বক্ষণিক মোবাইল টিম কাজ করবে। প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে রাজধানীতে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো যানজট তৈরি না হয় সেজন্য ট্রাফিক বিভাগ থেকে কার্যকরী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ডিএমপি। এজন্য শুক্রবার অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এ ব্যাপারে ডিএমপির উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, হিন্দু ধর্মালম্বীদের পূজা উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রত্যেকটি পূজামণ্ডপে একজন করে ডিসির নের্তৃত্বে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, প্রতিমা বিসর্জনে সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র্যা ব সদস্যরাও নজরদারি রাখবেন। এজন্য ঢাকাস্থ প্রত্যেকটি র্যাশব ব্যাটালিয়নকে নির্দেশ দেয়া হয়েছে।সর্বজনীন পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়েন্ত সেন দিপু বলেন, বৃহস্পতিবার সকালেই শাস্ত্রমতে মা বিদায় নিয়েছেন। কাল (শুক্রবার) আনুষ্ঠানিকতা মাত্র। প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত রয়েছে পুরান ঢাকার ওয়াইজঘাট, উত্তরার বিআইডব্লিউটি’ এর ল্যান্ডিং স্টেশন। আশা করছি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না। এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।জেইউ/এসএইচএস/আরআইপি

Advertisement