ছুটি না পেয়ে বসকে ধন্যবাদপিন্টু: আমার স্ত্রী আমার সঙ্গে কোথাও বেড়াতে যেতে চায়। তাই ছুটি দরকার সপ্তাহখানেকের জন্য...বস: আগামী ছয় মাসে কোনো ছুটি হবে না আপনার মতো লোকের! যান, নিজের কাজ করুন গিয়ে! পিন্টু: ধন্যবাদ স্যার! কী বলে যে...বস: মানে? এটা কী হলো! এত খুশি কেন?পিন্টু: আমি জানতাম, এমন বিপদে আপনিই কাজে আসতে পারেন, স্যার। আমার স্ত্রীকে এখনই ফোনে জানিয়ে দিচ্ছি- বস ছুটি দেন নাই...
Advertisement
****
মানুষের হৃদয় ভাঙা ঠিক নয়সন্ত্রাসী হেলালের কাছে সকাল বেলা হাজির শিষ্য সেলিম-হেলাল: কারো হৃদয় ভাঙতে নেই রে পাগল, মনে রাখিস!সেলিম: বস, কথার মানে বুঝলাম না! আপনি তো মারপিট, হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন না! হেলাল: মানে সোজা! আরে বোকা, হৃদয় তো মানুষের একটাই। তাই এইটা ভাঙলে চলবে না। ভাঙতে হইলে হাড্ডি ভাঙবি! ২০৬টা আছে? কয়েকটা ভাঙলেও সমস্যা নাই!
****
Advertisement
তরকারিতে চুল পেয়ে তুলকালামজামাল: নিজের চুলের মেঘ একটু সামলে রেখ চুমকি!চুমকি: তুমিও না... আমার মেঘের মতো চুল তোমার এত ভালো লাগে? আগে বলনি তো...জামাল: ভালো লাগা খারাপ লাগা বুঝি না। তয় এরপর যদি তরকারিতে ফের চুল পাই। তাইলে কিন্তু ওই মেঘের গুদামে আগুন দিয়া দিমু কইলাম!
এসইউ/এমএস