পাবনার ভাঙ্গুরায় ধানের চাতালে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও অপর দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাঙ্গুরা উপজেলার রুপসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম গনেশ চৌধুরী (৫১)। তিনি অষ্টমনিশা ইউনিয়নের রুপসী দক্ষিণপাড়া গ্রামের মৃত লক্ষণ চৌধুরীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুল লতিফ (৫৯) ও ভাঙ্গাজোলা গ্রামের মোছা. রোমেছা খাতুন (৪২)। নিহত গনেশ চৌধুরীর ভাই মোহন চৌধুরী জাগো নিউজকে জানান, উপজেলার রুপসী বাজারের পাশে উজ্জল হোসেনের ধানের চাতালে কাজ করতেন এই তিন শ্রমিক। ঘটনার সময় উজ্জলের চাতাল সংলগ্ন গোলজার হোসেনের ধানের চাতালের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিস্ফোরিত বয়লারের আঘাতে ঘটনাস্থলেই গনেশ চৌধুরী নিহত হন। আহত হন রোমেছা ও লতিফ। আহতদের মধ্যে রোমেছাকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভাঙ্গুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জাগো নিউজকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে থানায় হতাহতদের কেউ কোনো অভিযোগ করেনি।এদিকে স্থানীয় এলাকাবাসীদের কয়েকজন জাগো নিউজকে জানান, চাতাল মালিক গোলজার হোসেন নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা ও সৎকারের জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।একে জামান/এমজেড/আরআইপি
Advertisement