দেশজুড়ে

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়াল

সিলেটের দুই জেলায় নতুন করে আরও ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়াল।

Advertisement

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ৪৩ জন, দক্ষিণ সুরমার দুজন, বালাগঞ্জের একজন এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে হবিগঞ্জের বাহুবলের একজনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, একই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তারা শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

তিনি জানান, ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সিলেট বিভাগে বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টা পর্যন্ত ২০৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১২০৯ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৮ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন।সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৪ জন, হবিগঞ্জে ৯৯ জন ও মৌলভীবাজারে ৭ জন। জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২ জন, মৌলভীবাজারে ৪ জন সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ৩ জন।

ছামির মাহমুদ/এমএএস/এফআর

Advertisement