দেশজুড়ে

বগুড়ায় একদিনে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

বগুড়ায় নতুন শনাক্তদের মধ্যে পুরুষ- ৫৮ জন, নারী-৩০ জন ও শিশু-১০ জন। এদের মধ্যে সদরের- ৫৬, সারিয়াকান্দি-২২, আদমদীঘি-৫, কাহালু-৪, শিবগঞ্জ-৪, শাজাহানপুর-২, গাবতলী-২, ধুনট-২ এবং শেরপুরে একজন।

আক্রান্তের হারে সদর উপজেলার উল্লেখযোগ্য এলাকাগুলো হলো- জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, মালতীনগর, নারুলী ও গোকুল।

এদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৬৫ জন ও টিএমএসএসে ৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন পজিটিভ আসে।

Advertisement

বগুড়ায় এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩৯ জন।

এফআর