দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল (৩৬)। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ির আব্দুর রব্বানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গুলিতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, নিহতে শরীরে গুলি ছাড়াও বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
Advertisement
তবে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতারের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সূত্র জানায়, নিহত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত ছিলেন। ২০১৯ সালের ১২ অক্টোবর এই নানুপুর বাজার থেকেই তাকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
তাদের ধারণা, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে গত ২৫ মে ঈদের দিন ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে মো. জব্বার আলী (৩৭) নামের এক ইউপি সদস্য খুন হন। তিনি খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
সে সময় ওই ঘটনার জন্য খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ সোহরাব হোসাইনকে দায়ী করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শহীদুল আলম
Advertisement
আবু আজাদ/এফআর