দোকানপাট বন্ধের প্রথমদিনে খুলনায় সর্বোচ্চ ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৩৯ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে খুলনা জেলাসহ নগরীর ৩৫ জন।
Advertisement
এছাড়া ঝিনাইদহের দুইজন, সাতক্ষীরা ও মাগুরার একজন করে রয়েছেন। বৃহস্পতবিার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা জেলা ও মহানগরীতে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বুধবার (১০ জুন) জেলা ও মহানগরীতে ৩১ জন রোগী শনাক্ত হন। ওই দিন খুলনার নমুনা ছিল ১৬৩টি। বৃহস্পতবিার নমুনা ছিল ১৬৮টি। প্রতিদিন খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে করে উৎকণ্ঠা বাড়ছে খুলনাবাসীর।
খুলনা মেডিকেল কলেজের (খুমকে) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, বৃহস্পতিবার খুমকের ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৮টি। এর মধ্যে মোট ৩৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। যার ৩৫ জনই খুলনার। বাকিরা সাতক্ষীরা, মাগুরা ও ঝিনাইদহের।
Advertisement
আলমগীর হান্নান/এএম/এমকেএইচ