রাজনীতি

জামায়াত নেতাদের লাশ পাকিস্তানে পাঠানোর দাবি

মানবতাবিরোধি অপরাধে যেসব জামায়াত নেতাদের ফাঁসির রায় কার্যকর হবে তাদের লাশ পাকিস্তানের পাঠিয়ে দেয়ার দাবি জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চেতনা লীগ আয়োজিত ‘জামায়াতের দেশ বিরোধী হরতাল ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে’ বিক্ষোভ সমাবেশে  তিনি এ দাবি করেন।তিনি বলেন, যুদ্ধাপরাধী যেসব জামায়াত নেতাদের ফাঁসির রায় কার্যকর হবে তাদের লাশ বাংলাদেশে দাফন করা উচিত হবে না। তাদের লাশ বাংলাদেশে দাফন না করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক।শাহজাহান খান বলেন, পাকিস্তানি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে গোলাম আযম, নিজামীরা পাকিস্তান প্রেমিক। এতে বুঝা যায় যে তারা কখনো বাংলাদেশের নাগরিক ছিল না, এখনো  নেই। তাই তাদের লাশ এখন থেকে বাংলার মাটিতে দাফন না করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।নৌ মন্ত্রী  বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে যে জামায়াতের আঁতাত আছে তা এখন স্পষ্ট। মুখে কিছু স্বীকার না করলেও কর্মকাণ্ডে তা প্রমাণ পায়। যারা এদেশের আইন, আদালত ও দেশের জনগণকে চ্যালেঞ্জ করতে পারে তারা পাকিস্তানের নাগরিক তা প্রমাণের অপেক্ষা রাখে না।বিক্ষোভ সমাবেশে  আরও বক্তব্য রাখেন- কৃষক লীগের উপ-কমিটির সভাপতি এম এ করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা চেতনা লীগের সাধারণ সম্পদক মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Advertisement