ভারতে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে আখলাক নামে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একইসঙ্গে বলা হয়েছে, আখলাক ও তার পরিবারের উপর পরিকল্পিত এ সহিংসতায় একটি হিন্দু মন্দিরকে ব্যবহার করা হয়েছে। খবর বিবিসির। গতমাসে রাজধানী নয়াদিল্লি থেকে ৪০ কিলোমিটার দূরে বিদিশা গ্রামের মোহাম্মদ আখলাকের বাড়িতে গরু হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে স্থানীয়রা হামলা চালায়। এসময় তাকে গরুর মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আর এ কাজে স্থানীয় একটি মন্দিরকে ব্যবহার করা হয় বলে জানিয়েছে তদন্ত কমিটি। সম্প্রতি ভারতে গরুর মাংস খাওয়া ও পাচারের অভিযোগ এনে তিন মুসলিমকে হত্যা করা হয়। আখলাকের হত্যাকাণ্ডে ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে ভারতজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। উত্তপ্ত হয়ে উঠে ভারতের রাজনৈতিক অঙ্গন। অঅখলাক হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক নিন্দা না জানানোয় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন মোদি। আখলাকের পরিবারের বিরুদ্ধে গরু জবাই করে এর মাংস খাওয়ার অভিযোগ আনে স্থানীয়রা। পরে তারা আখলাক ও তার ছেলেকে ইট দিয়ে আঘাত করে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে। তবে পরবর্তীতে আখলাকের বাড়িতে ফ্রিজে থাকা মাংস জব্দ করা হয় এবং ওই মাংস গরুর ছিল না বলে নিশ্চিত হয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আখলাকের পরিবারের উপর হামলার জন্য একটি সম্প্রদায়ের লোকজনকে জড়ো করে উত্তেজিত করা হয়। আর এ কাজে পরিকল্পিতভাবে একটি হিন্দু মন্দিরকে ব্যবহার করা হয়। এসআইএস/আরআইপি
Advertisement