দেশজুড়ে

যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক সপরিবারে করোনায় আক্রান্ত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়সহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭১ জনে।

Advertisement

বৃহস্পতিবার শনাক্ত হওয়া যশোরের নতুন দশ করোনা রোগীর মধ্যে দিলীপ কুমার রায়, তার মেয়ে দেবযানী রায় ও ব্যক্তিগত গাড়িচালক রানা প্রসাদ সানি (৪৮) রয়েছেন। এর আগে তার স্ত্রী ডা. অঞ্জনাও করোনা পজিটিভ হন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ রায় সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগের দিন তার স্ত্রী ডা. অঞ্জনা রায়ের ফলও পজিটিভ আসে। তার পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।দিলীপ কুমারের স্ত্রী ডা. অঞ্জনা যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট অ্যানেসথিয়াসিস্ট। তিনি ক্যানসারে আক্রান্ত। গত রোববার তিনি সিরাজগঞ্জের একটি ক্যানসার হাসপাতালে রেডিও থেরাপি দিয়ে যশোরে ফেরেন।

এদিকে, যবিপ্রবি পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের ড. শিরিন নিগার জানান, জিনোম সেন্টারে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে যশোরের ৯২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন রয়েছে।

Advertisement

এছাড়াও নড়াইলের ১২ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের, মাগুরার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর সাতক্ষীরায় ৫ জন ও বাগেরহাটের ৮ জনের নমুনা পরীক্ষার সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ