পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও দেশটির বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরীফ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পাকিস্তানে মন্ত্রী, আইনপ্রণেতা ও শীর্ষ রাজনীতিবিদদের আক্রান্তের তালিকায় সবশেষ তার নাম যুক্ত হলো।
Advertisement
পাকিস্তানে করোনায় আক্রান্তে সংখ্যা এখন ১ লাখ ২০ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় দেশটির অবস্থান এখন ১৫তম। এরইমধ্যে দেশটির প্রথম সারির একজন রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হলেন। পাকিস্তানে সংক্রমণ বেড়ে যাওয়ার লকডাউন ব্যবস্থা আরোপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পিএমএল-এন এর নেতা আতাউল্লাহ তারার বৃহস্পতিবার ৬৮ বছর বয়সী দলীয় প্রধান শেহবাজ শরীফের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি অবশ্য দাবি করেছেন, গত ৯ জুন অর্থ পাচার মামলায় ন্যাশনাল্য অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোতে (এনএবি) হাজিরা দিতে গিয়েই তার শরীরে ভাইরাসটির সংক্রমণ ঘটে।
আতাউল্লাহ তারার বলেন, ‘নওয়াজ শরীফ ক্যানসারে আক্রান্ত এবং অন্যান্য মানুষের তুলনায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম; বিষয়টি এনএবি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি অনেকবার জানানো হয়েছিল। এছাড়া ভাইরাসটিতে সংক্রমণের শঙ্কায় তিনি কোয়ারেন্টাইনে ছিলেন তথাপি তাকে হাজিরা দিতে যেতে বাধ্য করা হয়।’
Advertisement
তিনি সরকারকে এর জন্য দায়ী করে বলেছেন, ‘যদি শেহবাজ শরীফের কিছু হয় তাহলে এর জন্য ইমরান নিয়াজি (পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান) ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে দায়ী থাকতে হবে।’ এর আগে এনএবিতে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির অনেকে আক্রান্ত বলে শঙ্কা প্রকাশ করেছিলেন শেহবাজ।
পাকিস্তানের একজন প্রাদেশিক মন্ত্রীসহ অন্তত চারজন আইনপ্রণেতা মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৮৩৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত নিয়ে মোট শনাক্ত ১ লাখ ১৯ হাজার ৫৩৬; এছাড়া মোট মৃত্যু ২ হাজার ৩৫৬।
এসএ
Advertisement