অর্থনীতি

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে মোট লেনদেনের ৯ দশমিক ১৯ শতাংশ লেনদেনে হয়ে শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে চার কার্যদিবসে (১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত) ৪৪২ কোটি ৯২ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে লাফার্জ সুরমার শেয়ার লেনদেন হয়েছে ১২৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার। যা মোট লেনদেনের ৯ দশমিক ১৯ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ৫২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন। যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৯২ শতাংশ। বেক্সিমকো ফার্মাও আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯০ শতাংশ লেনদেন কমেছে। লেনদেনের তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের সপ্তাহজুড়ে ৪৭ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৩ দশমিক ৫৪ শতাংশ।এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিলের সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৮০ কোটি ১৬ লাখ ৬৭ হাজার টাকা, গ্রামীণফোনের  ৩৪ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকা, এমারল্ড অয়েল ৩১ কোটি ৩১ লাখ ৩৪ হাজার টাকা, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস এর ৩০ কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকা, আমান ফিডের ২৯ কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকা , সাইফ পাওয়ারটেকের ২৭ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকা এবং ইফাদ অটোস লি. এর ২৬ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকা। এসআই/এসএইচএস/আরআইপি

Advertisement