জাতীয়

‘হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখাকে অভ্যাসে পরিণত করুন’

করোনা মোকাবিলায় ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখাকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ আহ্বান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা যেন স্বাস্থ্য নিয়মগুলো সঠিকভাবে মেনে চলি। মাস্ক পরিধান করি। অবশ্যই বাসার বাইরে সবাইকে মাস্ক পরতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে চলি। বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুই। কারণ করোনা মোকাবিলার জন্য এই তিনটি পদ্ধতি সমানভাবে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এটা আমরা অভ্যাসে পরিণত করলে করোনা প্রতিরোধ করতে পারব। এগুলো করলে নিজেকে সুরক্ষিত রাখতে পারব, পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে পারব।’

নাসিমা সুলতানা আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে।

Advertisement

আর আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।

পিডি/বিএ/এমকেএইচ