দেশজুড়ে

করোনা শনাক্তের পরদিনই কাউন্সিলরের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (৩৯) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

Advertisement

আনোয়ার হোসেন কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেনের শরীর থেকে গত ৩ জুন নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (১০ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্তের একদিন পর বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আরএআর/এমএস

Advertisement