অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সিলেটের ব্যবসায়ীদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ব্যবসা করে দেশকে এগিয়ে নিতে হবে।বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের ধোপাদিঘিরপারস্থ হাফিজ কমপ্লেক্সে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব হওয়ায় দেশে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীদের যেকোনো সমস্যা নিরসনে সরকার আন্তরিকতার সাথে কাজ করবে।মতবিময় সভায় মতবিনিময় সভার পর সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের প্রতিনিধি দল কয়লা আমদানি-রফতানির নানাবিধ সমস্যা তুলে ধরে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করেন।কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে আইআরসি নবায়নকালে অযৌক্তিক ও হয়রানিমূলকভাবে পূর্বে ভ্যাট আরোপ না করেই একসঙ্গে ৫-৬ বছরের বকেয়া ভ্যাট দাবি করা হচ্ছে। যা ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ২০১৪ সালে এক আদেশে কয়লা আমদানির উপর থেকে উৎসে আয়কর পরিশোধের বিধান বাতিল করা হয়।ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বর্তমানে আয়কর রিটার্ন জমাদানকালে আমদানিকারকদের ওপর উক্ত হারে করারোপ করা হলে এই বিপলি পরিমাণ আয়কর পরিশোধ করা সম্ভব হবে না।মতবিময় সভায় গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি বিজিবি কর্তৃক পুনরায় আমদানিকৃত ট্রাক পরিমাপের কারণে স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন যেখানে ২শ গাড়ি কয়লা আমদানি হতো, সেখানে বিজিবি কর্তৃক আমদানিকৃত ট্রাক পুনরায় পরিমাপের কারণে মাত্র ২০ গাড়ি কয়লা আমদানি হচ্ছে। এতে আমদানিকারক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং সরকারের রাজস্ব আয় কমে যাচ্ছে।নেতৃবৃন্দ আরো বলেন, ভারতীয় রফতানিকারকরা সময়মতো কয়লা এক্সপোর্ট করতে না পারায় ট্রাক ডেমারেজ দিতে হচ্ছে। এভাবে কয়লা রফতানি করতে রফতানিকারকগণ অপারগতা প্রকাশ করেছেন। ফলে যেকোনো সময় কয়লা আমদানি বন্ধ হয়ে যেতে পারে।ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনে অর্থমন্ত্রী কয়লা আমদানির ক্ষেত্রে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কলন্দর আলী প্রমুখ।ছামির মাহমুদ/এমজেড
Advertisement