ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত নন। বুধবার (১০ জুন) তার নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ আসে।
Advertisement
তিনি করোনায় উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত নন বলে বুধবার রাতে নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস খান জাগো নিউজকে বলেন, ‘সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী খুব অসুস্থ। দুপুরে তাকে ফোন করেছিলাম। তিনি বলেছিলেন, সবাই আমার জন্য দোয়া করবেন।’
সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান জানান, শাহেদ চৌধুরী তার গ্রামের বাড়ি নরসিংদীতে আছেন। সেখানেই বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
Advertisement
এইচএস/এফআর