জাতীয়

আনসারের ৪২৫ জন করোনায় আক্রান্ত, সুস্থ ২৫৭

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ সুস্থ হয়েছেন ২৫৭ জন। সুস্থতার হার প্রায় ৬১ শতাংশ। বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত হিসাব করে এই তথ্য পাওয়া যায়।

Advertisement

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩২০ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন। ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করতে গিয়ে এ বাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে রয়েছেন উপ-মহাপরিচালক একজন, পরিচালক (প্রশাসন-কিউ) একজন, উপ-পরিচালক (চিকিৎসা) একজন এবং অন্যান্য কর্মকর্তা দুজন।

মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, জাতীয় সংসদ ভবনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ৮১ জন ব্যাটালিয়ন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশন শুরুর অনেক আগেই আক্রান্ত এ সব ব্যাটালিয়ন সদস্যকে অন্যত্র সরিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement

আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই আবার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন হাসপাতালের ফ্রন্টলাইনে আইনশৃঙ্খলা রক্ষা ও চিকিৎসা সহায়তা করতে গিয়ে একজন আনসার কমান্ডারসহ ২০২ জন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আক্রান্ত হন। এছাড়া বাহিনীর সদরদফতরে আক্রান্ত হয়েছেন ১৫ জন।

তিনি আরও বলেন, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনকালে করোনায় এ বাহিনীর দুজন সদস্য প্রাণ হারান। করোনায় মৃত্যুর আগে পিসি আব্দুল মজিদ ঢাকার ভাটারা থানায় এবং অঙ্গীভূত আনসার আব্দুস সোবাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। এ বাহিনীর কর্মকর্তাসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৭ জন। করোনা আক্রান্ত হয়ে ৮৮ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল কোয়ারেন্টাইনে আছেন ৭৭ জন সদস্য।

এআর/বিএ/এমকেএইচ

Advertisement