বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম নূর-উন-নবীকে বয়কট করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় এক সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ৫ নভেম্বর পর্যন্ত বয়কটের ঘোষণা দেন সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন বলেন, উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবীর বিশ্ববিদ্যালয়ে যোগদানের ১৮ মাস পার হলেও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বরং তাঁর স্বেচ্ছাচারী মনোভাবের কারণে আগের উন্নয়ন কাজগুলোও থমকে আছে। তিনি উপাচার্য হিসেবে যোগদানের দেড় বছরে ২ মাসও অফিস করেননি। তিনি আরও বলেন, দুটি অনুষদের ডিন,ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, কয়েকটি বিভাগের প্রধানসহ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক পদেও ড. নূর-উন-নবী এককভাবে দায়িত্ব পালন করছেন। এত পদে থাকা সত্ত্বেও তিনি বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে অভিযোগ করে ড. বর্মন বলেন, ছাত্রদের আবাসিক হল, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও মসজিদের কাজ অনেক আগে শেষ হলেও সেগুলো চালু না করে উপাচার্য শিক্ষার্থীদের সুবিধাবঞ্চিত করছেন। সর্বশেষ ২৭ জন প্রভাষকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি নিয়েও তিনি জটিলতা সৃষ্টি করেন। এ বিষয়ে শিক্ষক সমিতি গত ২৮ অক্টোবর উপাচার্যকে স্মারকলিপি দিলেও তিনি কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ করেন শিক্ষক সমিতির নেতারা।
Advertisement