আশুলিয়ার নায়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে কাঁঠাল বোঝাই কাভার্ডভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে ৭৩০ বোতল ফেনসিডিল জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
মঙ্গলবার (৯ জুন) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত র্যাব-৪ এর একটি দল ওই ফেনসিডিল জব্দ করে। আটক মাদক কারবারির নাম নাজমুল ইসলাম (২১)। তার বাড়ি জয়পুরহাটে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল বলেন, গোপন তথ্য ছিল একটি কাঁঠাল ভর্তি কাভার্ডভ্যানে ফেনসিডিল আসতেছে।
ওই সংবাদে অভিযান চালিয়ে মধ্যরাতে আশুলিয়া থানাধীন নায়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠাল বোঝাই কাভার্ডভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে কৌশলে লুকায়িত ৭৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ মাদক কারবারি নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়।
Advertisement
তিনি বলেন, পুলিশ ও র্যাবের চোখ ফাঁকি দিয়ে সহজে পার পাওয়ার জন্য কাঁচামাল হিসেবে বহনকৃত কাঁঠাল বোঝাই কাভার্ডভ্যানের বডির অভ্যন্তরে ঝালাইয়ের মাধ্যমে সংযুক্ত বিশেষভাবে পরিবর্তিত চেম্বারে কৌশলে লুকিয়ে ফেনসিডিল বহন করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার নামজুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাক, পিকআপ এমনকি প্রাইভেটকারে লুকিয়ে বহন করে ঢাকা ও আশপাশের এলাকায় মাদক ডিলারদের কাছে বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেইউ/এএইচ/এমকেএইচ
Advertisement