অর্থনীতি

ইসিএফ শেষ দুই কিস্তি ছাড় করবে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) শেষ দুই কিস্তি ছাড় করার ঘোষণা দিয়েছে। এতে প্রায় ২৬ কোটি ডলার ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটনে সংস্থার নির্বাহী পর্ষদের সভায় তিন বছর মেয়াদী ইসিএফের আওতায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি পঞ্চম ও ষষ্ঠ কিস্তির বিষয়টি পর্যালোচনা শেষে ২৫ কোটি ৮৩ লাখ ডলার ছাড়ের সিদ্ধান্ত হয়। এর মধ্য দিয়ে চুক্তি অনুযায়ী ইসিএফের মোট ৯০ কোটি ৪২ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ।  ২০১২ সালের ১১ এপ্রিল আইএমএফের নির্বাহী বোর্ড বাংলাদেশের জন্য তিন বছর মেয়াদী ইসিএফ অনুমোদন দেয়। এর মেয়াদ শেষ হবে আগামী ৩১ অক্টোবর। সেই সময়ের আগেই সবক`টি কিস্তি ছাড় করতে যাচ্ছে আইএমএফ।বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আইএমএফ আরও কিছু ক্ষেত্রে সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার সুপারিশ করেছে। এছাড়া আইএমএফ ২০১৬ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ব সব ব্যাংকের সব শাখায় অটোমেশন চালুর কাজ শেষ করার তাগিদ দিয়েছে।এসএ/আরএস/আরআইপি

Advertisement