দেশে মহামারি করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। সেই হিসেবে আজ বুধবার তা ৯৫ দিনে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হওয়ার পর বিশ্বের শীর্ষ করোনা সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশের এখন ১৯তম। ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ পরিসংখ্যান এটি।
Advertisement
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে ৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু এক হাজার ছাড়াল। এক দিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা শনাক্তের রেকর্ডের পর দেশে মোট শনাক্ত ৭৪ হাজার ৮৬৫ জনের মধ্যে মারা গেছে ১ হাজার ১২ জন।
গত ৮ মার্চ প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণার পর ৮ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২১৮ জন। এরপর ৮ মে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৩ হাজার ১৩৪ জনে। এরপর গত ৮ জুন এই সংখ্যাটা ছিল ৬৮ হাজার ৫০৪ জন। আর আজ তা প্রায় ৭৫ হাজার।
দেশে ৮ মার্চ করোনা শনাক্ত হওয়ার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরের ৬৯তম দিনে ৫০০ ছাড়ায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। আর এরপর মাত্র ১৬ দিনেই মারা গেছেন ৫১১ জন।
Advertisement
করোনা সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানটি ব্রাজিলের। তালিকার পরের ৮টি দেশ যথাক্রমে রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ভারত, ইতালি, পেরু, জার্মানি ইরান। দশম থেকে বিশতম স্থানে রয়েছে তুরস্ক, ফ্রান্স, চিলি, মেক্সিকো, পাকিস্তান, সৌদি আরব, কানাডা, চীন ও বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারতে। শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ। দেশটিতে ২ লাখ ৭৬ হাজারের বেশি শনাক্ত রোগী রয়েছে এখন। এদিকে ১ লাখ ১৩ হাজারের বেশি শনাক্ত রোগী নিয়ে পাকিস্তান আছে ১৫তম অবস্থানে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রতিদিনই এখানে আক্রান্ত-মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া প্রতিদিন আক্রান্ত মৃত্যুতে আগের রেকর্ড ভাঙছে দেশে। গত ৩১ মে এর পর সাধারণ ছুটির মেয়াদ আর বাড়ানো হয়নি তবে সংক্রমণ বিবেচনায় দেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
এসএ
Advertisement