বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সেপ্রু পাড়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও তারা গায়ে সামরিক পোশাক ছিল বলে জানা গেছে।রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সীমান্ত থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো সংবাদ আমার পাইনি।এর আগে গত রোববার দুপুরে নিখোঁজ গাইডসহ দুই পর্যটককে উদ্ধারে সেপ্রুপাড়ায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় গ্রাম পুলিশ মেসন ম্রো নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন সেনাসদস্য কাশেম ও আনসার সদস্য সিপাহী হান্নান। ধারণা করা হচ্ছে, রোববারের গোলাগুলির ঘটনায় যৌথবাহিনীর গুলিতে ওই সন্ত্রাসী নিহত হয়।রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।সৈকত দাশ/এআরএ/আরআইপি
Advertisement