ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পৌরসভার তিনটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে।
Advertisement
বুধবার (১০ জুন) থেকে ওই তিন এলাকায় লকডাউন কার্যকর করা হয়েছে। পৌরসভার ওই তিন এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
লকডাউনের ফলে ওই এলাকাগুলোতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সেখানকার প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ করে দেয়া হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও করোনার সংক্রমণ রোধে কসবা পৌর মার্কেটটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
Advertisement
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত কসবা উপজেলায় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পৌরসভার বিভিন্ন মহল্লাতেই আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মঙ্গলবার কসবার আক্রান্ত ১০ জনের ৮ জনই পৌরসভা এলাকার বাসিন্দা। প্রতিদিনই পৌরসভা এলাকার কেউ না কেউ নতুন করে আক্রান্ত হচ্ছেন। এর ফলে গতকাল মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠকে বসে উপজেলা প্রশাসন।বৈঠকে পৌরসভা এলাকাকে লকডাউন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আক্রান্তের সংখ্যা বিবেচনা করে পৌরসভা এলাকাকে 'রেড জোন' ধরা হয়েছে।
ইউএনও মাসুদ উল আলম বলেন, পৌরসভার আড়াইবাড়ি, শাহপাড়া ও শীতলপাড়া এলাকাকে লকডাউন করা হয়েছে। এমনিতেও যারা করোনায় আক্রান্ত হন তাদের বাড়ি লকডাউন করতে হয়। সেজন্য পুরো এলাকাকে আমরা লকডাউনের আওতায় নিয়ে এসেছি। আর পৌর মার্কেটিতে প্রচুর জনসমাগম হয়, সেজন্য মার্কেটটি আপাতত না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যে বাড়িগুলোতে করোনা রোগী আছেন তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা নেয়া হয়েছে।লকডাউনকৃত এলাকার বাড়ি-ঘরে খাবার-বাজার পৌঁছে দেয়ার জন্য কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস
Advertisement