করোনায় জীবন দিলেন আরও এক বীর পুলিশ সদস্য। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫)।
Advertisement
করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার(৯ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতর।
ইন্সপেক্টর আব্দুল জলিল নওগাঁর আত্রাই উপজেলর দীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলিশ সদর দফতর জানায়, পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Advertisement
উল্লেখ্য, করোনাযুদ্ধে এ নিয়ে বাংলাদেশ পুলিশের ২০ সদস্য জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।
এআর/এএইচ/এমএস