করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ফেব্রুয়ারি থেকে দেশের ১৭টি হাসপাতালে ২৩৫টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হয়েছে। এ নিয়ে দেশের সব সরকারি হাসপাতালে মোট আইসিইউর সংখ্যা ৭৩৩টি। আইসিইউ নিয়ে করা রিটের শুনানিতে হাইকোর্টকে এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
Advertisement
বুধবার (১০ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে স্বাস্থ্য অধিদফতরের দাখিল করা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল বিষয়ক আরও দুটি রিট থাকায় একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরে স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে আইসিইউ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম চালু করা হয়েছে। করোনাভাইরাস চিকিৎসার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে যদি আইসিইউ সাপোর্ট অপর্যাপ্ত হয় তাহলে তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। কন্ট্রোল রুম হতে কাছের যে হাসপাতালে আইসিইউ সহজ প্রাপ্য রয়েছে, সেখানে রোগীকে পাঠানোর জন্য পরামর্শ প্রদান করা হয় এবং একই সঙ্গে আইসিইউ প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট হাসপাতালকে পরামর্শ প্রদান করা হয়। কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক আইসিইউ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদিত হচ্ছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।
Advertisement
গত ৬ জুন করোনা প্রাদুর্ভাবের সময়ের জন্য দেশের সকল প্রাইভেট হাসপাতালের আইসিইউসমূহকে সরকারকে অধিগ্রহণের নির্দেশনা দিতে রিট দায়ের করা হয়। রিটে করোনা মোকাবিলায় অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশনা চাওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ রিট করেন। ওই রিটের শুনানিতে করোনাকালীন সেবায় আইসিউর তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
এরপর গত ৮ জুন দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো আইসিইউ আছে, সেগুলো কীভাবে বণ্টন হয় তার তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
অমিত তালুকদার বলেন, ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র করোনার চিকিৎসায় ১৭টি হাসপাতালে ২৩৫টি আইসিইউ স্থাপন করা হয়েছে। এ নিয়ে দেশের সকল সরকারি হাসপাতালে মোট আইসিইউর সংখ্যা ৭৩৩টি। স্বাস্থ্য অধিদফতরের স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে আইসিইউ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্য্যক্রম ইতেমধ্যে চালু রয়েছে। এ বিষয়গুলো আদালতে জানানো হয়েছে।
Advertisement
ইয়াদিয়া জামান জানান, রাষ্ট্রপক্ষ একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রাইভেট হসপিটালের অব্যবস্থাপনা নিয়ে আরও দুটি রিট দায়ের হওয়ায় আদালত আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালত বেড অব্যবস্থাপনা এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এফএইচ/এমএসএইচ/এমএস