দেশজুড়ে

নাসিমের সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১০ জুন) বাদ জোহর সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরীফুল আলম।

স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. দানিউল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি প্রমুখ।

Advertisement

এদিকে, বুধবার জোহর নামাজের পর সিরাজগঞ্জ সদর উপজেলাসহ নয় উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মোহাম্মদ নাসিম এমপির রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম