ধর্ম

এক ওজুতে একাধিক ওয়াক্তের নামাজ পড়া যাবে কি?

নামাজের জন্য ওজু করা আবশ্যক। অনেকেরই জানা নেই যে, এক ওজুতে একাধিক ওয়াক্ত নামাজ পড়া যাবে কি-না। আবার ওজু থাকা সত্ত্বেও নামাজের জন্য পুনরায় ওজু করার প্রয়োজনীয়তা আছে কিনা। ওজু থাকার পর নতুন করে ওজুর বিশেষ কোনো ফজিলত আছে কিনা এমন প্রশ্নও রয়েছে অনেকের। এসব বিষয়ে রয়েছে হাদিসের নির্দেশনা।

Advertisement

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ওজুতে একাধিক ওয়াক্ত নামাজ পড়েছেন। আবার ওজু থাকা অবস্থায় আবার ওজু করেছেন। ওজু থাকার পর আবার ওজু করলে রয়েছে বিশেষ ফজিলত। হাদিসের বর্ণনাগুলো তুলে ধরা হলো-

- হজরত সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি ওয়াক্তেই নামাজের নতুনভাবে ওজু করতেন। (আবার) তিনি মক্কা বিজয়ের দিন একই ওজু দিয়ে সব ওয়াক্তের নামাজ আদায় করেছেন এবং মোজার ওপর মাসেহ করেছেন।

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘আপনি (প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন একটি কাজ করলেন যা আগে কখনও করেননি। তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আমি ইচ্ছা করেই এটা করলাম।’ (মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ)

Advertisement

- অন্য বর্ণনায় এসেছে, ‘তিনি (প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একবার একবার ওজু করেছেন।’ আবার তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য নতুনভাবে ওজু করতেন।

এ হাদিসের আলোকেই ইসলামিক স্কলারগণ, ওজু নষ্ট না হলে এক ওজুতে একাধিক ওয়াক্ত নামাজ আদায় করা যাবে বলে সমর্থন করেন। তবে কেউ কেউ ফজিলত লাভের আশায় প্রত্যেক নামাজের জন্য নতুনভাবে ওজু করাকে মোস্তাহাব মনে করেন।

ওজু থাকা অবস্থায় ওজু করার ফজিলতওজু থাকা অবস্থায় পুনরায় ওজু করলে তাতে রয়েছে অনেক সাওয়াব। এ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। হাদিসে এসেছে-

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ওজু থাকা অবস্থায় (নতুনভাবে) ওজু করে, আল্লাহ তাআলা তার জন্য ১০টি সাওয়াব লেখেন।’ তবে হাদিস বিশারদগণ এ বর্ণনা দুর্বল বলেছেন।

Advertisement

যেহেতু এক ওজুতে একাধিক নামাজ কিংবা প্রতি ওয়াক্ত নামাজের জন্য আলাদা আলাদা ওজু করার ব্যাপারে হাদিসের বর্ণনা রয়েছে, তাই ওজু নষ্ট না হলে এক ওজুতেই একাধিক ওয়াক্ত নামাজ আদায় করা যাবে। আবার ওজু থাকার পরও আলাদা আলাদাভাবে ওজু করেও নামাজ আদায় করা যাবে। উভয় মতই হাদিস দ্বারা প্রমাণিত।

তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য নতুনভাবে ওজু করতেন। সুতরাং সমস্যা না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য নতুনভাবে ওজু করাই উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের জন্য ওজুর ব্যাপারে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। ওজুর জন্য ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর