ফিচার

করোনাভাইরাসের নতুন ৬ উপসর্গ সম্পর্কে জেনে নিন

করোনাভাইরাস ইতোমধ্যে বাংলাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে চিন্তিত সবাই। এ ছাড়াও করোনাভাইরাস নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির হয়েছে। ফলে চিন্তা আরও বাড়ছে।

Advertisement

প্রথম দিকে করোনার উপসর্গ ছিল জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে এসব লক্ষণ বা উপসর্গ দেখা যেত। তবে সময়ের সাথে সাথে নতুন নতুন আরও কিছু উপসর্গও যুক্ত হয়েছে এর সঙ্গে। সে সব সম্পর্কেও সবার জানা জরুরি।

বিশেষজ্ঞরা জানান, বেশ কিছু নতুন উপসর্গ যুক্ত হয়েছে করোনার সঙ্গে। যেগুলোর মাধ্যমে কিছুটা হলেও অনুমান করা যাবে যে, মানুষটি করোনা আক্রান্ত কি-না। সেগুলো হলো-

১. খাবারে স্বাদ ও গন্ধ থাকে না ২. ঠান্ডার প্রবণতা লক্ষ্য করা যায়৩. চোখের সমস্যা দেখা দিতে পারে ৪. পেশিতে ব্যথা হতে পারে ৫. গলা ব্যথা হতে পারে ৬. অনেক সময় মাথা ব্যথা থাকতে পারে।

Advertisement

এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা একাধিক করোনা সংক্রমিতকে পরীক্ষা করে এ সিদ্ধান্তে এসেছেন।

এসইউ/এএ/পিআর