দেশজুড়ে

করোনায় মারা গেলেন সিলেটের সমাজসেবী ওলি মিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সিলেটের দক্ষিণ সুরমার উমরবকুল গ্রামের লাউয়াই ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি, লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি ও বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সোবহানী (ওলি মিয়া)।

Advertisement

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ওলি মিয়া ট্রাক মালিক গ্রুপ সিলেটের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের বাবা।

ব্রেইন স্ট্রোক করে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনাভাইরাস সংক্রমিত হন। গত ২২ মে স্ট্রোক করলে তাকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।।

ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তির পর তার দু’দফা তার করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবার পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ।

Advertisement

ধারণা করা হচ্ছে, আইসিইউতে থাকা অবস্থায় অন্য রোগীদের মাধ্যমে করোনা সংক্রমিত হন তিনি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

উমর কবুল জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী ও লাউয়াই জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী ওলি মিয়ার দাফন সিলেটে তার পারিবারিক কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত ১৬৯৮ জন। এর মধ্যে সিলেটে ৯৮৮ জন, সুনামগঞ্জে ৩৫০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন।

এখন পর্যন্ত এ বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৯ জন, হবিগঞ্জে ২ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন। আর করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১৫ জন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬৯ জন।

Advertisement

ছামির মাহমুদ/এফএ/জেআইএম