আন্তর্জাতিক

সিআইএ প্রধানের ব্যক্তিগত ইমেইল ফাঁস

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান জন ব্রেনানের কয়েকটি ব্যক্তিগত ইমেইল ফাঁস করেছে উইকিলিকস। উইকিলিকসের ওয়েবসাইটে বুধবার ব্রেনানের ছয়টি মেইল ফাঁস করা হয়। খবর বিবিসির।এক বিবৃতিতে সিআইএ ব্রেনানের পারিবারিক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্রেনানের পারিবারিক অ্যাকাউন্ট হ্যাক একটি অপরাধ এবং ব্রেনানের পরিবার এর ভুক্তভোগী। এ ধরনের আক্রমণ করা উচিত নয়।তবে সিআইএ দাবি করেছে, উইকিলিকসের ফাঁস করা ইমেইলে গোপনীয় নথি প্রকাশের কোনো ইঙ্গিত তারা এখনো পায়নি।এর আগে এক শিক্ষার্থী ব্রেনানের ব্যক্তিগত ইমেইল হ্যাকিংয়ের দায় স্বীকার করে। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী জানায়, সে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে ক্ষুব্ধ। এদিকে উইকিলিকস বলছে, ইমেইল অ্যাকাউন্টটি অনেক সময় গোয়েন্দা কার্যক্রমেও ব্যবহার করতেন ব্রেনান। সামনের দিনগুলোতে সিআইএ প্রধানের এ ধরনের আরো কিছু নথি প্রকাশ করা হবে।সিআইএ প্রধানের ইমেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের এ ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই।এসআইএস/পিআর

Advertisement