দেশজুড়ে

বগুড়ায় একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু চারজন। এদের মধ্যে সদরের ৫৪ জন, ধুনটের ১০ জন, গাবতলীর সাতজন, কাহালুর দুইজন, শিবগঞ্জের দুইজন, শাজাহানপুর ও আদমদীঘির একজন করে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনার ফলাফলে ৪৯ জন পজিটিভ ও টিএমএসএসের ৮৩ জনের ফলাফলে ২৮ জন পজিটিভ আসে।

এ নিয়ে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৯৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। মৃত্যু হয়েছে আটজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৭৫ জন।

Advertisement

এএম/জেআইএম