মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
মঙ্গলবার (৯ জুন) অধিদফতরের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত করোনা টাস্ক ফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে ভোক্তা অধিদফতর।
এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালকের (প্রশাসন)তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল কর্তৃক ঢাকা মহানগরীর কলাবাগান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অবস্থিত বিভিন্ন ফার্মেসি এবং বি এম এ মার্কেটে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
Advertisement
সভায় যৌক্তিক মূল্যে ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রয় করা হতে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানান অধিদফতরের মহাপরিচালক।
এ বিষয়ে আগের মতো অধিদফতর জিরো টলারেন্স দেখাবে এবং নিয়মিত ও বিশেষ বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসআই/এমএসএইচ/জেআইএম
Advertisement