খেলাধুলা

করোনায় আরও একটি নিয়মের পরিবর্তন চান টেন্ডুলকার

করোনাভাইরাসের কারণে এরই মধ্যে ৫টি নিয়মের পরিবর্তন ঘটিয়েছে আইসিসি। আজই এই পরিবর্তনগুলোর ব্যাপারে অনুমোদন দিয়েছে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি। পরবর্তিত খেলোয়াড়, বলে থুতুর ব্যবহার বন্ধকরাসহ গুরুত্বপূর্ণ এই ৫টি পরিবর্তন আনা হয়।

Advertisement

বলের থুতুর ব্যবহার বন্ধ নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলে আসছিল। অবশেষে আইসিসি আইন করেই নিষিদ্ধ করলো বলে থুতুর ব্যবহার। যদিও এ বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক রয়েছে।

ভারতের সাবেক তারকা ক্রিকেটার, মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার বলছেন, যেহেতু বলে থুতুর ব্যবহার বন্ধেই করা হলো, তাহলে আরও একটি নিয়মের পরিবর্তন করা উচিৎ আইসিসির।

সেটা হচ্ছে, টেস্ট ক্রিকেটে ৫০ কিংবা ৫৫ ওভার পর যেন নতুন বল দেয়া হয় বোলারদের হাতে। এমনিতে নিয়ম হলো, ৮০ ওভার পর নতুন বল নিয়ে আসার। শচিনের দাবি, থুতুর ব্যবহার যখন করা যাবে না, তখন বোলারদের সুবিধার জন্যই ৫০-৫৫ ওভার পর যেন নতুন বল আনা হয়।

Advertisement

অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লি’র সঙ্গে এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে ভারতের ব্যাটিং গ্রেট জানান, শুধুমাত্র ঘামের ব্যবহার দিয়ে বলের উজ্জ্বলতা আনা সম্ভব নয়। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে যদি উইকেট ভালো না হয়, তাহলে আমি মনে করি আদর্শ খেলা নষ্ট হয়ে যায়। এবং এ ধরনের খেলাগুলো খুব স্লো হয়ে যায় তখন। কারণ, ব্যাটসম্যানরা তখন বুঝে যায় যে, আমি যদি বাজে কোনো শট না খেলি, তাহলে কেউ নেই যে আমাকে আউট করতে পারবে। আর বোলারদের তখন মনে হয়, আমাকে অনেক বেশি ধৈয্য ধরতে হবে।’

শচিন পরক্ষণে বলেন, ‘তাহলে কেন আমরা ম্যাচটাকে উপভোগ্য করে তুলবো না? যদি ৪৫. ৫০ কিংবা ৫৫ ওভার পর নতুন বল নেয়া হয়, তাহলেই সেটা সম্ভব। ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভার পর নতুন বল আনা হয়। প্রতি ৫০ ওভারে ব্যবহার করা হয় দুটি বল। অর্থ্যাৎ এক বলে মাত্র ২৫ ওভার! তাহলে তো এটা টেস্টেও করা যায়!’

শচিন তার প্রস্তাবকে দিবা-রাত্রির ওয়ানডে ক্রিকেটের সঙ্গে তুলনা করেন।

আইএইচএস/

Advertisement