খেলাধুলা

কনকাশন সাবের পর এবার এলো ‘করোনা সাব’

বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও লাবুশেনের নতুন রূপ দেখা গেছে গতবছরের অ্যাশেজ সিরিজে। যেখানে স্টিভ স্মিথের জায়গায় খেলতে বাজিমাত করেন ২৫ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান।

Advertisement

অথচ সবকিছু স্বাভাবিক থাকলে সেই সিরিজে হয়তো তেমন একটা সুযোগই পেতেন না লাবুশেন। কেননা তিনি যে নেমেছিলেন ক্রিকেট ইতিহাসের প্রথম ‘কনকাশন সাবস্টিটিউট প্লেয়ার’ হিসেবে। স্টিভেন স্মিথ মাথায় আঘাত পেলে তার বদলে নামার সুযোগ পেয়েছিলেন লাবুশেন।

এবার কনকাশন সাবের নতুন আরেক রূপ ‘করোনা সাবস্টিটিউট’ নিয়ম প্রকাশ করল আইসিসি। আগামী ৮ জুলাই থেকে মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। তখন থেকে যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয়, ততদিন পর্যন্ত সময়ের জন্য ক্রিকেটের পাঁচটি নিয়মে বদল এনেছে আইসিসি

কনকাশন সাবের নিয়মটিই খানিক বাড়িয়ে করা হয়েছে করোনা সাব। আগে যেমন শুধু খেলোয়াড়রা মাথায় আঘাত পেলে তাদের বদলে নতুন আরেকজন নামান যেত, তেমনই হবে করোনাকালীন সময়ের ক্রিকেটেও।

Advertisement

নতুন এ নিয়মের আওতায় টেস্ট ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড়ের মধ্যে যদি করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়, তাহলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।

এছাড়া আরও যে চারটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা, অতিরিক্ত রিভিউ সিস্টেমের অনুমতি এবং জার্সিতে বাড়তি লোগোর ব্যবহার।

এসএএস/এমএস

Advertisement