জাতীয়

সপরিবারে করোনামুক্ত হলেন ভোক্তা অধিদফতরের শাহরিয়ার

করোনাভাইরাস থেকে সপরিবারে মুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সর্বশেষ ফলাফলে স্ত্রী ও দুই সন্তানসহ তার কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

Advertisement

মঙ্গলবার (৯ জুন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে এসব কথা জানান।

তিনি বলেন, গত পরশু (রোববার) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন শরীর অনেকটা ভালো। আগের মতো ব্যথা নেই। তবে ফুসফুসে এখনও একটু সমস্যা আছে। ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছি। কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার।

এছাড়া আজকে তার পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসছে। তারা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

Advertisement

গত ১৩ মে মনজুর মোহাম্মদ শাহরিয়ারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর ২০ মে তার স্ত্রী তানজিনা সুলতানা এবং মেয়ে তাইফা নূহা আশী (১২) ও ছেলে তানজিন শাহরিয়ার আরিফের (১০) করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেন। এর আগে চতুর্থ দফা পরীক্ষায় গত ৩ মে শাহরিয়ারের কোভিড-১৯ নেগেটিভ আসে।

গত ২৭ মে থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট হচ্ছিল। শরীর ব্যথাসহ বেশকিছু সমস্যা দেখা দেয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় গত ২৮ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে সিসিইউ ইউনিটে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ মোট ৯ কর্মকর্তা। তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন।

এসআই/এমএসএইচ/এমএস

Advertisement