সিলেট নগরের জান্নাত মোটরসের মালিক বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
গত ৬ দিন আগে করোনার উপসর্গ নিয়ে জামাল আহমদ নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ আসে।
সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, জামাল আহমদ চৌকিদেখী এলাকার জান্নাত মোটরসের মালিক। তার করোনা পরীক্ষার রিপোর্ট আসতে পাঁচদিন সময় লাগে। প্রথমে রিপোর্ট পেলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত।
Advertisement
এদিকে, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত ১ হাজার ৬২৮ জন। এর মধ্যে সিলেটে ৯৩৯ জন, সুনামগঞ্জে ৩২৯, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজারে ১৫২ জন।
এখন পর্যন্ত এ বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৭ জন। এর মধ্যে সিলেটে ২৮ জন, হবিগঞ্জে দুজন, সুনামগঞ্জে তিনজন ও মৌলভীবাজার জেলায় চারজন। আর করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৬৪ জন।
ছামির মাহমুদ/এমএএস/এমএস
Advertisement