দেশজুড়ে

করোনা নিয়ে সাভার থেকে পালিয়ে সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা

ঢাকার সাভার থেকে পরিবার নিয়ে পালিয়ে সাতক্ষীরায় গেছেন করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যাংক কর্মকর্তা। তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ক্যাশিয়ার।

Advertisement

গোপনে বাড়িতে আসার তিনদিন পর তার বাড়ি লকডাউন করে প্রশাসন। করোনায় আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তা (৩৮) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ঈদের পর থেকে সাভারে অসুস্থ ছিলেন ওই ব্যাংক কর্মকর্তা। ২ জুন তিনি নমুনা দেন। ৪ জুন তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে সেখান থেকে গোপনে অ্যাম্বুলেন্সযোগে ৫ জুন স্ত্রী-মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন তিনি। তবে তার অসুস্থতার বিষয়টি কাউকে তিনি জানাননি। পরবর্তীতে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাটি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানানো হয়। সোমবার তার বাড়ি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সাভার শাখায় চাকরি করেন ওই ব্যক্তি। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ল্যাবে করোনা পজিটিভ ধরা পড়ে তার। সেটি গোপন করে অ্যাম্বুলেন্সে সাতক্ষীরার বাড়িতে চলে আসেন তিনি। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে তার বাড়ি ও তার ভাইয়ের বাড়ি লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তথ্য গোপন করায় তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

Advertisement

কালিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর স্বাস্থ্য বিভাগ ও পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা তার বাড়ি লকডাউন করে দেয়। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, মঙ্গলবার সকালে তালা উপজেলার একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে সাতক্ষীরায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫৫ জন।

আকরামুল ইসলাম/এএম/এমএস

Advertisement