খেলাধুলা

৫৭ জন দেশি এবং ১৯ জন বিদেশি খেলোয়াড় দল পেয়েছে

প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বেলা ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে বিপিএলের এই তৃতীয় আসরে ক্রিকেটারদের লটারি প্রক্রিয়া শুরু হয়েছে।‘প্লেয়ার্স বাই চয়েজ’ তথা লটারির মাধ্যমে বিপিএলর ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছেন। লটারি পরিচালনা করবেন বিসিবির সহ সভাপতি মাহবুবুল আনাম। বিপিএলের এ লটারি প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।এ পর্যন্ত যে সব ক্রিকেটার দলে টেনেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো :রংপুর রাইডার্স: সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সচিত্রা সেনানায়েকে, মুক্তার আলী, সাকলাইন সজীব, মোহাম্মদ নবি, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ওয়াহাব রিয়াজ, মুরাদ খান, রাসেল আল মামুন,ঢাকা ডায়নামাইটস: মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, সোহেল খান, শামসুর রহমান, সৈকত আলী, ডেভিড মালান, ফরহাদ রেজা, নাবিল সামাদ, শাহজিব হাসান, আবুল হাসান, ইরফান শুক্কুর। চিটাগং ভাইকিংস: এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, জিবন মেন্ডিস, নাঈম ইসলাম, সাঈদ আজমল, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, রবিন পিটারসন, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবালবরিশাল বুলস: সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ সামি, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, ইমাদ ওয়াসিম, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলামকুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, ড্যারেন স্টিভেন্স, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, নুয়ান কুলাসেকারা, আরিফুল হক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, লাহিরু থিরিমান্নে, ধীমান ঘোষসিলেট সুপারস্টার্স: রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জশুয়া কব, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, সোহেল তানভীর, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম।এমআর/পিআর

Advertisement