খেলাধুলা

বিপিএলে সাকিব-মাশরাফিদের দল নির্ধারণ

প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বেলা ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে বিপিএলের এই তৃতীয় আসরে ক্রিকেটারদের লটারি প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই লটারির মাধ্যমেই দল নির্ধারণ হয়েছে ছয় আইকন খেলোয়াড়ের। এই আসরের জন্য বিপিএল কর্তারা ছয়জন আইকন খেলোয়াড় ঠিক করে দিয়েছেন। এরা হলেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।প্রথমে বলা হয়েছিলো, এই ছয় আইকন খেলোয়াড় লটারির আওতায় আসবে না। এরপর দেখা যায়, একজন আইকন খেলোয়াড়কে তিন-চারটি ফ্রাঞ্চাইজি পেতে চাইছে। যার ফলে, আইকন খেলোয়াড়দেরও লটারির আওতায় আনা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এমনটিই জানিয়েছেন।ঢাকা ডাইনামাইটস : নাসির হোসেন বরিশাল বুলস :  মাহমুদুল্লাহ রিয়াদ কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মাশরাফি বিন মুর্তজা রংপুর রাইডার্স : সাকিব আল হাসান চট্টগ্রাম ভাইকিংস : তামিম ইকবাল সিলেট সুপার স্টার্স : মুশফিকুর রহিমএমআর/পিআর

Advertisement