গাজীপুরের কালীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় নেয়ার পথে দীপঙ্কর সেন (৩৩) নামে এক স্বর্ণের দোকানের কারিগরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার।
মৃত দীপঙ্কর সেন জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মতি লাল সেনের ছেলে। তিনি ঢাকার তাঁতীবাজারে স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।
জামালপুর ইউপি চেয়ারম্যান মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, দীপঙ্কর সেন বেশ কিছুদিন যাবত জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতা অনুভব করলে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বাড়ি থেকে যাতায়াত করে ঢাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। নমুনা সংগ্রহের জন্য তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে।
Advertisement
আব্দুর রহমান আরমান/এফএ/পিআর