জাতীয়

যুগ্মসচিব ফখরুল কবিরের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক ও যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Advertisement

মঙ্গলবার (৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ফখরুল কবির বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, তিনি জুন মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও গতকাল তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি ছিলেন একজন কর্মনিষ্ঠ, সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা। তিনি ছিলেন দেশ ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তার মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনও ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।

আরএমএম/এমএফ/এমকেএইচ

Advertisement