রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
Advertisement
মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও সরকারি নির্দেশনা বাস্তাবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে বেড়িয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল মামুন। ঝুঁকি নিয়ে কাজ করার কারণে এর আগেও তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু এবারও শঙ্কা থেকে ফরিদপুরে নমুনা পাঠালে ফলাফল পজিটিভ আসে। এখন পর্যন্ত গোয়ালন্দে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া গত শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট এসেছে। তিনি দীর্ঘদিন ধরে অন্যান্য জটিল রোগেও ভুগছিলেন বলে জানা গেছে।
Advertisement
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, গতকাল সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও গত শুক্রবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সহকারী কমিশনারকে তার বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া মারা যাওয়া স্কুল শিক্ষকের পরিবারের সদস্যদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে তার বাসভবনে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলবে। তার শারীরিক অবস্থা ভালো আছে। তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হবে।
রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ
Advertisement