সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাটও খুলতে অনুমতি দেয়া হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারি নির্দেশনা ও শর্ত মানছেন না।
Advertisement
স্বাস্থ্যগত নিরাপত্তা রক্ষায় সরকারের নির্দেশনা না মানায় সোমবার (৮ জুন) বিকেলে ১৬টি মামলায় ৭টি দোকান ও ৯ জনকে ২৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপি সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, অভিযানকালে রমনা বিভাগের রমনা থানা এলাকায় ৬ জনকে ১৯শ’ টাকা, লালবাগ বিভাগের কোতোয়ালী থানা এলাকায় ৩ জনকে ১৭শ’ টাকা এবং মিরপুর বিভাগের ৫টি দোকানে ২১ হাজার টাকা ও পল্লবী থানা এলাকায় দুটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
জেইউ/এমআরএম