পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি এবং বর্তমান রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির এ দুই রাজনীতিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে খবর দিয়েছে ডন।
Advertisement
দেশটির বর্তমান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব ৬১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আব্বাসির করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেন।
পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আব্বাসি ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশটির আদালত ক্ষমতাচ্যুত করলে আব্বাসি নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
সোমবার দলটির কর্মকর্তারা বলেন, করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। অন্যদিকে, দেশটির বর্তমান রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমদও করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। তিনিও চিকিৎসকদের পরামর্শে স্বেচ্ছা আইসোলেশনে গেছেন। এর আগে রোববার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক প্রাদেশিক পরিষদ মন্ত্রী শারজিল মেমনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এছাড়া দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রাদেশিক পরিষদের সদস্য চৌধুরী আলী আখতারও করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে রোববার। লকডাউন প্রত্যাহার করে নেয়ায় দেশটিতে দ্রুতগতিতে ভাইরাসটির বিস্তার ঘটছে। দেশটিতে করোনায় প্রাণহানি ঘটেছে দুই হাজারের বেশি মানুষের।
Advertisement
এসআইএস/এমএস