করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
সোমবার (৮ জুন) ভোরে বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
ল্যাবএইড কর্তৃপক্ষ জানায়, ২৯ মে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি এএমজেড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজ মারা যান।
এর আগে গতকাল (রোববার) করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিনের। তিনি প্রায় এক মাস ধরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে লড়াই করেন।
Advertisement
উল্লেখ্য, করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে।
এআর/এফআর/এমএস